Posts

Showing posts from February, 2023

সাফিয়া বেগম- শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা

জুরাইন কবরস্থানে গেলে একটি কবরের পরিচয় ফলকের উপর এমন একটি লেখা দেখা যাবে - মোসাম্মৎ সাফিয়া বেগম শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা এই লেখা টি শুধুমাত্র একটি সাধারণ লেখা নয়, এটি একজন বীর মায়ের আবেগ।শহীদ সন্তানের প্রতি ভালোবাসা।যে সন্তান দেশমাতা ও জন্মদাত্রী মা উভয়ের জন্য গর্বের।১৯৪৬ সালের ১১ই জুলাই ঢাকা শহরের তৎকালীন সবচেয়ে ধনী পরিবারে জন্ম হয় আজাদের। তখন "আজাদি আজাদি "স্লোগানে মুখর হয়ে উঠেছিল ভারতবর্ষ। তাই বাবা-মা তার নাম রাখেন আজাদ।আজাদের বাবা পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করার করলে আজাদের মা এক কাপড়ে আজাদকে নিয়ে তাদের বাড়ি ছাড়েন।আজাদকে নিয়ে উঠেন মগবাজারের একটি বাসায়। সেখানে সন্তানকে একাই মানুষ করেন এই বীর মা। আজাদ করাচি থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর সম্পন্ন করেন।১৯৭১ সালে আজাদের বন্ধুরা যখন আগরতলা থেকে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসে তখন তারা আজাদকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কথা জানায়। তখন আজাদ তাদেরকে বলে "সে তা