প্রফুল বিলোরে - এমবিএ চা ওয়ালা

 প্রফুল বিলোরে - এমবিএ চাওয়ালা


আচ্ছা আপনি কি কখনো চা বিক্রি করে কোটিপতি হতে পারবেন?
কিংবা কখনো ভেবেছেন পড়াশোনা শেষ করে একজন চা বিক্রেতা হবেন?
কিন্তু ভারতীয় তরুণ প্রফুল কিন্তু তা করে দেখিয়েছেন। পড়ালেখা শেষ করে হয়েছেন একজন সফল চা-বিক্রেতা। প্রফুলের মতে সে হচ্ছে ভারতের দ্বিতীয় বিখ্যাত চা ওয়ালা।

২০১৪ সালে ভারতে যখন ইলেকশান নিয়ে একটা সরগরম অবস্থা তখন প্রফুল ব্যস্ত ছিলেন ভারতের সেরা বিজনেস স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষা সিএটি( CAT) এর প্রস্তুতি নিয়ে.
কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও সে পরীক্ষায় ব্যর্থ হয়ে চরম হতাশার ভুগছিলেন প্রফুল।এরপর তিনি সিদ্ধান্ত নেন সে আর পরীক্ষায় বসবেন না।
এরপরই প্রফুল ঘুরতে শুরু করে নিজের হতাশা কাটানোর জন্য। ২০১৭ সালের দিকে প্রফুল কাজ করতেন ম্যাকডোনাল্ডের একজন সুইপার হিসেবে,পরবর্তীতে তিনি প্রমোশন পেয়ে বার্গার মেকারের দায়িত্ব পান।ম্যাকডোনাল্ড এ প্রফুল প্রতি ঘন্টায় 37 রুপি পেতেন। প্রতিদিন ৮ঘণ্টা কাজের পর যার পরিমাণ ছিলো ২৫০ রুপি।
কিন্তু প্রফুল প্রচন্ডভাবে আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগছিলেন। তিনি সিদ্ধান্ত নেন নিজেই কিছু করবেন। কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছিলেন না।তখনই তার মনে হয় চা হচ্ছে একমাত্র জিনিস যা মানুষ কে কানেক্ট করতে পারে।সে বাবার কাছে মিথ্যা কথা বলে ১০০০০ টাকা নিয়ে চা বিক্রির কাজ শুরু করে।
প্রথম দিন তিনি কোনো ক্রেতা পাননি। পরের দিন প্রফুল মানুষের সাথে ইংরেজিতে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে মানুষের তার প্রতি আগ্রহের সাথে কথা বলতে শুরু করে।প্রফুলের চায়ের দোকানে আরেকটি মজার বিষয় ছিল চায়ের দোকানে সব চাকরির সার্কুলার লাগানো থাকত সেখানে ছেলে মেয়েরা এসে চা খেত আর তাদের তাদের চাকরির জন্য সার্কুলার দেখতো। এভাবেই প্রফুল তার চায়ের দোকানকে এগিয়ে নিয়ে যায় , অনেক বাধা অতিক্রম করে।

২০১৭ সালের সেই ছোট চায়ের দোকানদার প্রফুল এখন ১০০ এর বেশি ফ্র্যাঞ্চাইজিতে চা বিক্রি করেন।বর্তমানে টার্নওভার প্রায় 5 কোটি রুপি!একই সাথে প্রফুল অনেকের কাছেই অনুপ্রেরণা!
#farjanasamia
#samiastrom

Comments

Popular posts from this blog

সাফিয়া বেগম- শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা

আমার কাছে স্বাধীনতার মানে